পুরুষ ভূষণ অর্ধাঙ্গী লাস্যময়ী নারী ,
ভালোবেসেছি তোমায় চির আদিম প্রেক্ষাপটে ;
সূক্ষ যত ফাঁক ফোকোরে কার্ণিশ জোড়া রোদে ,
ঠিক বিকেলে ঘর ফেরা ঐ পাখির কলতানে ।
সুখ খোঁজা ঐ আকাশ ছোঁয়া পাহাড় অভিমানী ,
গলছে নিমেষ ওষ্ঠ অধর আগুন আকুল ঘ্রাণে ।
হতে পারি আমি হাপিত্যেশি ক্ষরা ,
ধারাস্নানে নিংড়ে দিলে ঢেউ ,
শীতঘুম জুড়ে ব্যাকুল আকুলতায় ,
উষ্ণতা হয়ে গলছে পারদ বুকের উষ্ণায়ণে ।
হতে পারি আমি উষ্ণতা মাখা ঢেউ ,
কম্পিতমান তোমার শীতল ঠোঁটে ,
নিষিদ্ধ যত স্নায়বিক আস্বাদনে ,
দগ্ধ হবো গভীর বিপণ্ণতায় ।
আমি হবো দূর অচিন কোনো পাখি ,
সুখ কুড়াবো ভীষণ অন্তরালে ,
উজার করে আঁচল জোড়া ওম ,
নিখোঁজ হবো পাগলাঝোড়ার কোলে ।
কখনো যদি আগলে ডাকো ফিরে ,
ভিজিয়ে দেবো শ্রাবণ হয়ে পুরানো রাজপথে ।