চাঁদের চোখে কাজল দিলে
আসে জ্যোৎস্না
অন্ধকার মোম গলতে থাকে
বাতাসের কানাকানি
রাতের কন্ঠে শোনা
যায়
রবিঠাকুরের গান
প্রেম সৌন্দর্য দরজা
পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোর বাজনা
ফুল গন্ধের কলম
ঢেউ,ঢেউয়ের মাটি নিয়ে হৃদয়
তোমার বৃষ্টি ভেজা নগ্নতা
শরীরে শরীরে চকমকি
চাঁদের চোখে কাজল দিলে
আসে জ্যোৎস্না
অন্ধকার মোম গলতে থাকে
বাতাসের কানাকানি
রাতের কন্ঠে শোনা
যায়
রবিঠাকুরের গান
প্রেম সৌন্দর্য দরজা
পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোর বাজনা
ফুল গন্ধের কলম
ঢেউ,ঢেউয়ের মাটি নিয়ে হৃদয়
তোমার বৃষ্টি ভেজা নগ্নতা
শরীরে শরীরে চকমকি