আগমনীর বার্তা বুঝি আনে বাতাস বয়ে,
কাশের ডগা জাগছে মাঠে নদীর ধারে শ’য়ে।
শ্রাবণ ঘন মেঘের মাঝে রবি করের হাসি,
রৌদ্র ছায়া আবেশ সাথে সোনার আলো রাশি।
দেরীতো নেই শরৎ ঋতু দেবী উমার আসা,
অমল মেঘে ধবল ঘন তুলোর ভেলা ভাসা।
দিঘির জলে পদ্ম কলি শিশির স্নাত হবে,
শিউলি যত মাটির ‘পরে ঝরে লুটিয়ে রবে।
শরৎ বীণা বাজবে বায়ে দুলবে খুশি মনে,
দিবস নিশি হৃদ গহীনে পুলক জাগা সনে।
শ্যামল ভরা ধানের জমি নবীন বেশে সাজে,
দোয়েল শ্যামা কচি ধানের ডগায় দুলে রাজে।
কচু পাতায় ঠমকে দোলে শিশির নির যত,
অর্ক দ্যুতি পড়ে সেথায় ছটা হীরক মত।
শিশির ভেজা ঘাসে স্নিগ্ধ রবির কিরণ মেলা,
ভোর বেলাতে ঝিলিক তুলে আলোয় করে খেলা।