মনের মাঝেতে তোলে আলোড়ন অতীতের স্মৃতি ভার,
হিসাব মিলাতে দর কষাকষি পিছুটান বারে বার।
দিবানিশি শুধু উদাসীন ভাবে খুঁজে ফেরা হারা দিন,
নির্জনে বসে বেসুরেতে বাজে ব্যথা ভরা মন বীণ।
ফাগুনের ফাগ হয়নি বেদাগ হৃদি মাঝে আছে চুপে,
চুপকথাগুলো নোনা জলে ভিজে ব্যাকুলিত নানা রূপে।
বেদন আধারে দাঁড় বেয়ে চলে মন অভিমানী সুরে,
তারার বাসরে জলসা আসর দেখে যায় হৃদ পুড়ে।
পরিযায়ী হয়ে দূর অজানায় ছুটে চলে মন প্রাণ,
বালিয়াড়ি মরু পথে অগোচরে মরীচিকা দেয় টান।
দিশাহীন হয়ে মরু ছায়াপথে গোলকধাঁধায় পড়ে,
ঠিকানা হারিয়ে ঘুরে ঘুরে শেষে মন হতাশায় ভরে।
অন্তর মাঝে মন কেমনের অস্থির চাপা ব্যথা,
আশা নিরাশার দ্যোতনাতে জাগে অভিমানী কত কথা।
অনুশোচনায় রিক্ত আজও দহনে চিত্ত জ্বলা,
আক্ষেপ ভরা বৃথা অতীতকে সাথে নিয়ে শুধু চলা।