বাইরে ঝড় বৃষ্টি ,
মনেতে অজানা ভয় ;
হা ঈশ্বর ক্ষমা করো সবে ,
এটুকুই যেন শেষ হয় ।
মজুত রেখেছি খাবার জল,
সাথে কিছু চাল ও ডাল ;
আমাদের ছাদ আঁটা বাড়ি ,
কিন্তু যাদের নড়বরে চাল ?
মারছে অসুখ , কালোবাজারি ,
পুঁজি খাওয়া লকডাউনে ;
মরার ওপর ক্ষারার ঘা দিয়ে ,
প্রকৃতিও ফেরাচ্ছে গুণে গুণে ।
যথেচ্ছাচারে প্লাস্টিক ঢেলে ,
গঙ্গা দিয়েছি মুড়িয়ে ;
মা গঙ্গা রাখে না কিছুই ,
সবটুকু দেয় ফিরিয়ে ।
গতবারেতে আম্ফান ছিলো ,
এইবারেতে ইয়শ ;
ক্ষয়ক্ষতিগুলো টাটকা এখনো ,
মনেতে বাঁচার আশ ।
[responsivevoice_button voice=”Bangla India Male” buttontext=”Listen to Post”]