সারাজীবন শুধু খোলা আকাশ খুঁজেই মরলি..!
একবারও কি ভেবেছিস্
ঐ আকাশটা তোকে চায় কি না !
ভাবিস নি তো !
কিন্তু খুব দরকার ছিল ভাবার,
ও যে তোকে চায় না, একদমই চায় না
কেন বুঝিসনা এই সত্যিটা
তোকে শুধু স্বপ্ন দেখাবে, আর তুই কল্পনায় ভেসে
শুধু ঐ এতটুকু আকাশকেই ভালোবাসবি,
ওর বিশালতাকে নয়।
ভালোবাসবি আর জ্বলে পুড়ে মরবি
যখন দগ্ধ শরীরটা যন্ত্রনায় ছটফট করবে
ও তখন তারিয়ে তারিয়ে উপভোগ করবে !
ও যে খুব মজা পায় তোর যন্ত্রনা দেখে।
হৃৎপিণ্ড থেকে চুঁইয়ে পড়া বিন্দু বিন্দু জমা হওয়া রক্তে আঙুল ডুবিয়ে
আলপনা এঁকে আসন পাতবি !
হয়তো ভাববি ও তোর রক্তের গন্ধ ঠিক টের পেয়ে যাবে।
ওর ঐ বিশালতার মধ্যে কোথায় পুঞ্জীভূত মেঘ জমে আছে,আর সেই মেঘ কেউ প্রাণপণ চেষ্টা করছে সরাতে
এ খবর যে ও রাখতে চায়না।
তাই তুই গুমরে মর বদ্ধ ঘরের দম বন্ধ করা পরিবেশে একাকী !
খোলা আকাশ থেকে অনেক দূরে…..!