তুমি আসবে বলে যাই যাই সূর্যের
আর যাওয়া হয়ে ওঠে না ।
তুমুল মেঘ অতি উৎকন্ঠায়
আটকে রাখে ঝমঝম গর্ভযন্ত্রণা !
হেমন্তের হৈমন্তী মায়া
এক লপ্তে সোনালী চাদর পেতেছে
শীষ- সোহাগী আদিগন্ত মাঠে ।
অতি ব্যস্ত ছলছলাৎ ঢেউ থামিয়ে
কূলে ভিড়ছে নয়নভুলানো নদী ।
নীলাঞ্জন ছায়া কোলে সুদূর আকাশ
আজ কাকচক্ষু সরোবরের বিম্বিত পড়শী হয়েছে !
এইসব মনোরম দৃশ্যের কল্প- আসনে
শুধু তুমি আসবে বলে ,
কবি শব্দ- হীন শব্দের ধ্যানে বসেছেন ।
তুমি প্রেমিক প্রেমিকা হতে পারো
কিংবা অদৃষ্ট কবিতা -পঙক্তির মুখ ।
তুমি মোনালিসার অমূল্য হাসি হতে পারো
কিংবা রামকিঙ্করের সাঁওতাল দম্পতির পাললিক রূপ ।
পঞ্চম সিম্ফনির মূর্চ্ছনা
অথবা শচীন কত্তার আরাধ্য সুর
যা-ই হও না কেন ,
পূর্ণ না হোক , আংশিক ধরা দিতে হবেই ।
প্রকৃতির প্রতিনিধিবৃন্দ অপেক্ষা করছেন ।