রামধনুকে স্বাক্ষী রেখে দুজনার হয়েছিল আলাপ
সময় হারিয়ে গেছে একান্তে করি বিলাপ।
ইচ্ছেতে হারালে যায় না খুঁজে পাওয়া
সময়ের সাথে স্মৃতি হয়ে গেল হাওয়া।
যমুনার জলে আজো দেখি তোমার ছায়া
বলবে কেমন ভাবে কাটাব এই মায়া!
রামধনুকে স্বাক্ষী রেখে দুজনার হয়েছিল আলাপ
সময় হারিয়ে গেছে একান্তে করি বিলাপ।
ইচ্ছেতে হারালে যায় না খুঁজে পাওয়া
সময়ের সাথে স্মৃতি হয়ে গেল হাওয়া।
যমুনার জলে আজো দেখি তোমার ছায়া
বলবে কেমন ভাবে কাটাব এই মায়া!