আঁধারের ঝোপঝাড়ে জোনাকির ঝিকিমিকি তারা
তাই তুমি আলোর আনন্দ পাও , চোখ ।
ভালোবাসার বোঁটায় ভালুক জ্বরের মতো
টুকিটাকি অভিমান ফোটে আর ঝরে ।
নুনহীন রান্না আজীবন কতো খাবে , জিভ !
সকলের জানা কথা সহজে লিখবো বলে
খটখটে কাগজ আর কলমের পিঠে
বৃষ্টিরা ঝিলমিল ছাতা মেলে ধরে ।
” কবিতার আড়ালই কবিতা ” বলে যারা
তাদেরও সঙ্গে থাকি মাঝে মাঝে , ঝুনো নারকেল ।
আলোও চলে না সরলপথে , জীবনের নাও ।
ফুল আর শ্মশানের মাঝামাঝি হেঁটে
নিরপেক্ষ নদীকেও কোনও দিকে হেলে যেতে হয় ।
জটিল জটের জিনে ভাবনার কোন অনুবাদে
ক্লাস্ – মাস্ দু’দলেরই মন পাওয়া যায় ?