শিক্ষিত। দীক্ষিত।
সমৃদ্ধতার সংজ্ঞা লেখা অক্সফোর্ড চত্বরে।
এম. এ করতে দাম বাড়াতে হবে আরও
হোক।
দাম বাড়ুক সবাই চায়
দু লাইন শিল্প বেচে ক্যান্টিন চলে। ইংরেজিতে মুদ্রাস্ফীতি বেশি হওয়াই হাতছাড়া হয় টিউশনি, মাইনে
অথচ এন্ট্রান্স দিতে হবে। হতাশাও দাম বাড়িয়ে নেয় প্রতি চ্যাপ্টারে।
প্রতিটা স্বচ্ছ চোখের জলে দেখি
জাঁকিয়ে বসেছে ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন, ঘুম ব্যবসায়ী, ভাত নির্ধারক
দামের ফারাকে দূরত্ব বাড়ে মন আর মাথার
আঁধার সংবেদী হয়ে ওঠে বিশ-বাইশের ছাত্রচোখ।
শিক্ষা। দীক্ষা। রেজাল্ট।
প্রতিটা অন্ধকারে আমি তাকিয়ে দেখি
উজ্জ্বল রাত কালো করে জেগে বসে থাকে
একজন ইংরেজি অনার্স।