গিয়েছিল বোধনের বাজনা শুনে
ফিরলো বুকে বয়ে বিসর্জনের ঢাক।
অন্তর পুড়েছে তার অগ্নিকল্প দাহে
বুকের গভীরে ঘন অন্ধকারের ডাক।
শৈত্য তাপের দহে নিমজ্জিত হয়ে
তবুও অন্তঃসলিলা ফ্ল্গু যায় বয়ে।
আকন্ঠ ডুবেছে শীতে পুড়েছে হৃদয়
শৈত্যতাপের দহেই মিলেছে আশ্রয়।
অহল্যা পাষাণ প্রতিমা নিষ্প্রাণ রয়
প্রাণের পরশে প্রাণ পাবে সে নিশ্চয়।
যদিও শৈত্য ধারা অবিশ্রাম অবিরাম
সস্নেহ সেবা ধর্মে অক্লান্ত অম্লান।
নিশ্চুপ নিরাসক্ত ঔদাসীন্য ভরে
পাষান প্রতিমা হয়ে অন্তরে অন্তরে।
যুগে যুগে মরে বেঁচে থাকে অহল্যারা
সবচেয়ে শোষিত প্রাণী সভ্যতার দ্বারা।