তোর স্বপ্ন- শ্বাস সুরে
আমি প্রৌঢ় প্রস্তর কুঁদে
কিন্নর কিশোর হতে পারি ।
সুর খুঁজতে খুঁজতে তোর
মৌটুসী আয়ু ফুরিয়ে আসে ।
আমার কৈশোর হাওয়া
বেমানান ঝড়ে
অরণ্যে মিলিয়ে যায় ।
তুই আবার স্বপ্ন দেখার
স্বপ্ন দেখে যাস্ ।
আমি অহল্যা প্রস্তরের বীজে
কিন্নর জন্মের প্রতীক্ষা করি ।