অহংকারটা নিজের কাছেই রাখ্
ক্ষনিকের প্রেম মরীচিকা সম জ্বলে
আদ্রা পুষ্যা প্রেমের পরশ পাক্
বর্ণমালা শব্দ খুঁজে চলে ।
শিক্ষার আলো সকলের বুক জুড়ে
ভালোবাসার বদান্যতায় ঢাকা
মিছিলের সাথে শ্লোগানের সুরে সুরে
আত্মপ্রেমের ঔদ্ধত্য পাকা ।
চক্ষু মেলে দেখে নে চারিধার
সংকোচ মনে হৃদয় উন্মোচন
উদারতা এসে ছুঁয়ে দিক একবার
কুহেলিকা ঢাকা ভ্রমরকৃষ্ণ মন ।
জ্ঞানের আলোর স্পর্শে ভরুক বুক
বিশুদ্ধতায় স্নান করে নিস যদি
শঙ্খচিলের ডানায় আসুক সুখ
পবিত্রতায় ভাসুক জীবন নদী ।
ধুলোয় ঢাকা পাণ্ডুলিপি যত
কফিনবন্দী ভাবনা যে তোর ভুল
বেদনারা আজ দ্রাঘিমা রেখার মতো
কুণ্ডলী বুকে ফোটাস মুক্ত ফুল ।
পারিস যদি বুক ভরে শ্বাস নিস
অতৃপ্ততায় তৃপ্তি ধরা দিক
সন্দেহটা বিশ্বাসে ভরে দিস
সাধ্যমত ভুলটা করিস ঠিক ।