কেউ আমার পাঞ্জাবির রং দেখে আমায় বিচার করে
কেউ আমার গায়ের রং দেখে আমায় বিচার করে
কেউ আমার গালের দাড়ি দেখে
কেউ আমার বাড়ি দেখে
কেউ আমার সুন্দরী নারী দেখে
কেউ আমার ধন-দৌলত দেখে
কেউ আমার তুফানি যৌবন দেখে আমায় বিচার করে।
আমার মন দেখে বিচার করে কে ?
কেউ করে পেশা দেখে
কেউ করেন নেশা দেখে
কেউ আমার সফলতা দেখে
কেউ আমার বিফলতা দেখে
কেউ আমার হাস্যকৌতুক দেখে
কেউ আমার ব্যর্থতা আর দুঃখ দেখে
আমায় বিচার করে সকলেই তাদের নানান অনুভূতি থেকে
আমার মন দেখে বিচার করে কে ?
কেউ বিচার করতে আসেনি আমার মানবিকতা দেখে
কেউ বিচার করতে চায়নি আমার দেশাত্ব চেতনা দেখে
কেউ বিচার করেনি আমায় আমার দার্শনিকতা দেখে
বিচার করেছে সকলে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে
বিচার করেছে সকলে আমায় আমার ভিক্ষাবৃত্তি দৃশ্য দিয়ে
আমার মন দেখে বিচার করেছে কে ?
আমার পারিবারিক চিত্র দেখে বিচার করেছে কেউ কেউ
আমার জন্মের অধরা ইতিহাস থেকে বিচার করেছে কেউ কেউ
ফুল ও ফলের মাঝে এই জীবন চূড়ান্ত শূন্যের ঢেউ
দু চোখ ভরে আমার মনকে আঁকড়ে ধরে বিচার করেনি কেউ
কেউ বিচার করেছে আমায় আমার শারীরিক চেহারা দেখে
কেউ বিচার করেছে আমায় আমার মাথার চুল দেখে
কেউ বিচার করেছে আমায় আমার কথার ভুল দেখে
আমার মনকে দেখে বিচার করেছে কে ?
কেউ বিচার করেছে আমায় আমার চলার পথ দেখে
কেউ বিচার করেছে আমায় আমার শপথ গ্রহণ দেখে
কেউ বিচার করেছে আমায় আমার রচিত কবিতা দেখে
কেউ বিচার করেছে আমায় আমার নীরবতা দেখে
কেউ বিচার করেছে আমায় আমার চঞ্চলতা দেখে
কেউ বিচার করেছে আমায় আমার অসহ্য যন্ত্রণা দেখে
কেউ বিচার করেছে আমায় আমার জ্ঞানশূন্য মস্তিষ্কের ব্যক্ততা দেখে
আমার মনকে দেখে বিচার করেছে কে ?
আমার মনকে দেখে বিচার করেছে কে ?