পরিযায়ী শ্রমিক ওরা
একটু পেটের টানে,
দূর দূরান্তে যায় চলে সব
ছুটে কাজের ঘ্রাণে।
কেউবা যায় চাকরি হেতু
কেউবা শিক্ষা তরে,
কেউ চলে প্রমোদ ভ্রমণে
ট্রেনে বাসে চড়ে।
অবোধ মনে কত আশা
নিশ্চিত জীবন লয়ে,
দিনরাত্রি করছে ভ্রমণ
কর্মে বাধ্য হয়ে।
হঠাৎ যদি বিঘ্ন ঘটে
মুহূর্তের অঘটনে,
অসহায় হয়ে যাত্রীরা সব
হয় জীবন্ত লাশ ক্ষণে।
দুর্ঘটনা তো আসেনা জানান দিয়ে
নিমেষে করে দেয় নাশ,
এইযে করমন্ডল আর যশোবন্ত এক্সপ্রেস
ট্রেন দুর্ঘটনায়
অসহায় যাত্রী কত, থরে থরে হলো লাশ।
বিবৎসতার হাহাকার আর কান্নার গহীনে
কত স্বপ্ন হলো ভেঙে চুরমার,
কত পরিবার আপন হারা পঙ্গু লহমায়
নিথর ভিড়ে, অসহায় যাত্রীর শুধুই আর্ত চিৎকার।