কখনো পারি নি ভাবতে চাঙড়ে মাথা ঘষে
এগিয়ে যাব বহুদূর,
কার আহ্বান শুনি পেছন থেকে
“শয়তান ! শয়তান ! শয়তান !
লুফে নেবে হৃৎপিণ্ডের তাজা গোলাপ
বিমর্ষ পথিকের আর্তরব,
একমাত্র আঁধারে এ পারে না হতে কোনোদিন
যতই হোক ছোঁড়া বিক্ষিপ্ত বাণ।
পাথর সরেছে, ভোর হয়েছে
বাতাসে এবার মাতাল সুর গহীন রাতেও ,
আরাম জাগায় দুঃখের চাটনিতে,
এবার স্বাগতম প্রণয়, হাত ধরে দেখ
নষ্ট চাঁদেও জোৎস্না আছে লেগে
কৃষ্ণের হাতে বাঁশির মতন,
এগিয়ে আমরা পারিই যেতে দূর বহুদূর
এমন দৃশ্য দেখে,
এভাবে পাথর দেখি ফুল হয়ে যায়
পথটাতে প্রাণ নড়েচড়ে।