অরণ্য এখানেই ছিল –
আমি নিশ্চিত ; এবং আরো কিছু –
নিবিড় ঘন সবুজ গাছপালা
কুলায় ফেরা পাখিদের কূজন
তাজা প্রাণবন্ত নিঃশ্বাস
শান্ত সমাহিত স্নিগ্ধ সৌম্য নিরিবিলি –
বেমালুম ধন্দে অবাক্ ধূসরতা !
মনে পড়ে ভেজা মাটির সোঁদাগন্ধ?
মর্মর শব্দধ্বনি,গহীন নীরবতায় শ্বাপদ
সরীসৃপের হিমশীতল উপস্থিতি ?
উন্নয়নের নামে প্রকৃতির বলিদান !
এসো আচ্ছাদনহীন মরুভূমিতে
কালোধোঁয়ায় আক্রান্ত ফুসফুসে
শুনতে পাচ্ছো মৃত্যুর মঙ্গলধ্বনি ?
খুশী হতে পারো অহংকারী অরণ্য –
তুমি তো এখন অভিধানের অলঙ্কার l