অরণিসোনা খেলবে হোলি
পরীক্ষার শেষদিনে,
হলদে আবীর খুব পছন্দ
মাখাবে বন্ধুগণে।
বাড়ি এসে খানিক পরে
পুরুলিয়ায় যাবে,
আনন্দে সে আত্মহারা
সোমবার আসবে কবে?
অরণিসোনা খেলবে হোলি
পরীক্ষার শেষদিনে,
হলদে আবীর খুব পছন্দ
মাখাবে বন্ধুগণে।
বাড়ি এসে খানিক পরে
পুরুলিয়ায় যাবে,
আনন্দে সে আত্মহারা
সোমবার আসবে কবে?