আপেক্ষিক সুখ ধরা দিলো বেসামাল ,
গুটি গুটি পায় ,
নিঃশব্দ,শীতল বাতায়নে |
আনমনা চকিত চিকন মুষ্টিভরা ,
আলতো আদরে |
অযাচিত ঘ্রাণে পশিবে পেলব ,
আনকরা যতনে |
সুখ আজ গাঁথবো বসে ,
অমূল্য রতনে |
দেখাবোনা কারে , রাখবো যতনে
পুরুষ্ট মলিন চাদরে |
চারিদিকে শুধু দাবানল ক্ষত
কারণ….আপেক্ষিক
বেদনা মাতুক কারাবাস হয়ে
শিওরে স্বপ্নহীন ||