ওঁ ধ্বনি আর রাগ-রাগিনীর মূর্ছনায় বাংলা ভাষা হৃদয়ের স্পন্দন।
জঠরের প্রথম ভাষা ‘মা’ আবেগের ভাষা বাংলা।
মাতৃভাষা বাংলা, হৃদয়ের প্রথম ছোঁয়া, শুদ্ধ–স্বচ্ছ কাকচক্ষু সরোবর
অমর একুশে ফেব্রুয়ারি তাজা বুলেটের রক্তঝরা রক্তিম ভালোবাসা।
মানবতার চিরন্তন গাঁথা, মাতৃভাষার প্রতি আবেগের কথা।
‘একুশ’ প্রাণের আলো, চন্দন সুবাসিত পুণ্যসলিলা শব্দ।
ভাষা ভোরের উজ্জ্বল সূর্য, জাতির জীবন দর্শন।
চিত্রার্পিত বর্ণমালা তৃষ্ণার্ত হৃদয়ের এক আঁজলা জল।
রবীন্দ্র, নজরুল, সুকান্তের প্রাণের ভাষা বাংলা ভাষা।
বাংলা আমার দিগন্তহীন সাহারা, রাজবেশে তুষারমৌলি হিমালয়।
বাংলার মাটি, বাংলার জল, চিন্তা-চেতনার জড়ে ভাষা।
শিরা-উপশিরায় রক্তস্রোতে বাংলা জীবনের মন্ত্র।
বরকত, জব্বার, সালামের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি জাতির অস্তিত্বের ইতিহাস।
বিশ্বাঙ্গনে বাংলাকে মাতৃভাষা স্বীকৃতি রাষ্ট্রের অস্তিত্বের ঐতিহাসিক প্রেক্ষাপট।
একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ সময়োর প্রেক্ষিতে সকল দেশের সকল জাতির জাগরণ।