ক্ষত ময় এখন সব নির্বিবাদী অক্ষর
গাছে গাছে পাখিদের নির্বিঘ্ন বসবাস
ও ঋতু বদলের গান
আর দীর্ঘ পথে পা রাখার আকুলতা
একমাত্র দু দুটো চোখ স্বপ্নে-দুঃস্বপ্নে এখনও
নিজেকে নিঃস্ব করে ঐকান্তিক থাবা বসায়
এমন কি বিন্দু বিন্দু যাপন মুহূর্তগুলিও
এভাবেই আটপৌরে জীবন ঘিরে
ক্রমাগত নীরবতা জমতে থাকে
নীরবতার গভীরেই স্মৃতিরা ক্রমশঃ
অজান্তেই স্বাবলম্বী হয়ে ওঠে
মনে মনে জীবনের গান গায়
ফিরতি পথ ভেসে ওঠে
আর দৃশ্যান্তর দেখি…।