ঠাণ্ডায় জবুথবু হিম কুয়াশা মেখেছে প্রকৃতির আঁচল
নামছে পারদ হাড় কাঁপানো শীতের সোহাগী শিহরণে,
কুণ্ডুলি পাকিয়ে বসে শীতার্ত সারি সারি শীতবস্ত্রহীন
অসহায় জনজীবন অসহ্য অস্বস্তিতে থরথর কম্পমান।
কুয়াশার পুরু চাদরে ঢেকে গেছে বিস্তীর্ণ চরাচর
টুপটাপ নতজানু শিশিরের বিন্দু ঝরে পড়ে বিরামহীন।
শীতের ঋতুর দোর্দণ্ডপ্রতাপী তীক্ষ্ণ ফলায় বিপর্যস্ত যাপন,
এফোঁড় ওফোঁড় সহায় সম্বলহীনের উঠে ত্রাহি ত্রাহি রব।
উত্তুরে হাওয়ার ক্ষণিকের নেই কোনো অবসর
কনকনে দংশনে পথের শিশু বৃদ্ধ গৃহহীন মানুষ জেরবার,
শরীরের ওম দেয় না সঙ্গ তুষার ঝড় ঝাপটায়-
আগুনের কাছে সমর্পিত আপামর একটু উষ্ণতার আশায়।
গরীবের শীত কষ্টের পাহাড় কাটে হাড়হিম প্রহর
মাঠে ঘাটে খোলা আকাশের নীচে অফুরন্ত নিরবিচ্ছিন্ন অভিশাপ,
তীব্র শৈত্যপ্রবাহে চলে নিরন্তর সংগ্রামের সাতকাহন।
বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণে চলে ঋতুর সাথে বোঝাপড়া,
দরিদ্র সীমার নিচে চালচুলোহীন শ্বাসে শুধুই পড়ে দুঃখের নিঃশ্বাস ।