শেষ হয় দিন বিকেল রঙিন প্রভাকর ধীরে ঢলে
নদীর বুকের ছোট ছোট ঢেউ কত কিছু যেন বলে।
দিগন্ত শুধু মেখেছিল ফাগ গোধূলি বেলার রং
আকাশ তখন নববধূ এক মুগ্ধ শুভক্ষণ ।
অন্বেষণে ব্যস্ত জোনাক ক্ষুদ্র অহংকার
জোছনার আলো ঝংকৃত যেন দুর্গম দুর্বার ।
উদাসী কথার আলেখ্য এক অবসরে উন্মুখ
আলোকনে পাই চুপকথাদের নীরবতা মাখা সুখ ।
হঠাৎ এলো অভিমানী মেঘ কাজল কালো রাগ
ঢাকলো সে যে চন্দ্রমাকে জ্বলে পুড়ে হলো খাক।
বিজলী চমক গুরু গুরু বাজ ধেয়ে এলো বারিধারা
সন্ধ্যা তারা গম্ভীর মুখে ক্ষনিকেই দিশেহারা ।
পরাজিত মেঘ ক্লান্ত হয়ে ফিরছে যখন বাড়ি
মৃগাঙ্ক ঐ গগন মাঝে জমিয়েছে তার পাড়ি ।
অন্ধকারের ক্যানভাসে ফের আলোদের কলতান
স্তব্ধ নিশীথ শুনছে কেবল রাত পাখিদের গান ।