অভিনব মধুচন্দ্রিমা
নীলিমা সুব্রতর বিয়ের বয়স তিনমাস। মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ হয়নি। সুব্রতর ছুটি নেই। প্রেম করে বিয়ে।
নীলিমা কায়স্থ তাই ব্রাহ্মণ সুব্রতর বাড়ি মেনে নেয়নি।
বিয়ের আগে কথা হয়েছিল, বিয়ে করে গোয়া যাবে হানিমুনে। নীলিমা এবার জেদ ধরে। সুব্রতর এক কথা, ছুটি পাচ্ছিনা। অবশেষে দুজনের ঝগড়া তুমুল।
সুব্রতর প্রিয় বন্ধু জানতে পেরে নীলিমাকে বলে ধৈর্য ধরো, সারপ্রাইজ আছে। হানিমুনের ব্যবস্থা হচ্ছে।
তিনদিন পর সুব্রত নীলিমাকে নিয়ে এক অভিজাত ফ্র্যাটে গিয়ে উদ্বোধনের ফিতে কাটালো। উপস্থিত সব বন্ধুদের সামনে বললো, এই ফ্ল্যাটটা তোমার নামে কেনা। তারপর ফিসফিসিয়ে বললো, আজ রাতে হবে আমাদের অভিনব মধুচন্দ্রিমা, দেখো বেডরুম কেমন সাজানো হয়েছে।
নীলিমা দেখে খুশিতে আত্মহারা।