নিজেকে অনাবৃত করলে
জীবন আলিঙ্গন করে মৃত্যুকে,
মুক্তির ঠিকানা খুঁজতে খুঁজতে নদী
যেমন করে বয়ে চলে মোহনার পথে
তেমনই নির্বিকার মনের পাষাণ ধূসর জমিন
খাদের কিনারে দাঁড়িয়ে থাকে
বিবর্ণ, এলোমেলো ম্যানিফেস্টেশন হয়ে,
নিস্তব্ধে অস্তিত্বকে শূন্য করেছে কিছু ক্ষোভ
গর্জে উঠেছে চিতার ভস্মতলে
তুষার হয়ে যাওয়া সহস্র নিষ্ঠুর শব্দ
যা হৃদয়কে ধর্ষণ করে চলে প্রতিনিয়ত
তেমনই কিছু অনুভূতি
একাকিত্বে ঘনীভূত হচ্ছে স্মৃতির চোরাবালিতে
তীক্ষ্ণ তিমিরভেদী আলোকমালায়
হয়তো বা বিনাশ ঘটে অধর্মের,
সৃষ্টি-অবসাদ-মৃত্যু-নিঃসঙ্গতা কাটিয়ে
জীবন চায় অব্যাহতি—
কিছু অনুভবের অব্যাহতি
কিছু অভিমানের অব্যাহতি
কিছু অনুভূতির অব্যাহতি
সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে এভাবেই হয়তো
একদিন সকল ঘৃণার অবলুপ্তি ঘটে সমরে।