জীবন আমার শূন্যতার ই ম্যানিফেস্টেশন মাত্র l
চারপাশে বরফ হয়ে যাওয়া সহস্র নিষ্ঠুর শব্দ,
হৃদয়কে ধর্ষণ করেছে প্রতিনিয়ত l
এফোঁড় -ওফোঁড় করে ফুটিয়ে তোলা নকশিকাঁথা,
বিবর্ণ, এলোমেলো l
আজ তোমার সাথে সংযোগ অলৌকিক !
খুব অন্ধকারে, খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা আমি,
আজ অব্যাহতি চাই l
অন্তরে অসহায় বোধ…. নিস্তব্ধে অস্তিত্বকে শূন্য
বুকে দিয়েছে বিসর্জন l
নির্জন ঘরের একাকিত্ব ঘনীভূত হয়ে সৃষ্টি করেছে
বেওয়ারিশ ছায়ামুখ…..
স্মৃতির চোরাবালিতে নিমগ্ন শেষ অনুভূতি বিভোর
আমার অনুভবে l
আমি অব্যাহতি চাই !
পাওয়ার লোভ আর না পাওয়ার ক্ষোভ গর্জে উঠেছে চিতার ভস্মতলে l
অফুরন্ত প্যারাগ্রাফে ক্লান্ত শব্দ শূন্যতা কুড়ায় l
ম্লান হয়ে আসা জ্যোৎস্নার আভায় নিষ্ক্রিয় অবলোকন l
নির্বিকার মনের পাষাণ ধূসর জমিন,
ব্যস্ত জীবন হতে অব্যাহতি চাই !
কতো শত ফ্যান্টাসী নিরত করেছি অচেনার ভিড়ে l
আজ সবটা অধিকারচ্যুত হয়ে নিঃশব্দ l
সৃষ্টি -অবসাদ -মৃত্যু -নিঃসঙ্গতা
সকল কিছু হতে অব্যাহতি চায় আমার কবিতা
প্রেমের লাশ রূপে ll