মুখ আর মুখোশের আড়ালে –
মানুষত্ব বলি হয় অন্তরালে
তুমি, আমি কেউ বুঝিনা আল্হাদে
আমরা কী গভীর ষড়যন্ত্রের ফাঁদে।
অফুরন্ত কামরসে সিক্ত হও
শিৎকারে নিভৃতে কথা কও
দেওয়াল বেয়ে নেবে আসে সরীসৃপ
ক্ষনকাল পড়ে নিভবে জীবনদ্বীপ।
যে ওষ্ঠে লেহন কর প্রেম রসলালা
সে ওষ্ঠে লুকিয়ে আছে চরম বিষজ্বালা
ক্ষনেকের মোহে যে মানবতার দ্রোহ
ঘরভাঙে লোভের নির্লজ্জ্ব সমারোহ।
কতকাল চলছে মিথ্যার প্রহশন
তাকেই দিচ্ছো মর্যাদার আসন!
এতো যে অন্যায়, মিথ্যার প্রলাপ
অচেতনে তুলে দাও তারে গোলাপ?