হাতের মুঠোয় গোলাকার চাঁদমামা,
রোজ রাতে চুপিচুপি স্বপ্নে দেয় হামা l
রঙিন রাতে এক আকাশ তারাদের মেলা,
একলা বসে তাদের সাথেই করি লুকোচুরি খেলা l
রূপ নেই, রস নেই, গন্ধহীন রং,
হঠাৎ মুখে উড়ে এসে সাজালো আমায় সং l
ঝমঝমিয়ে তুমুল বৃষ্টিতে নাচে শিশু মন,
গরমের মাঝেও শীতল স্পর্শ কী ভীষণ l
পাখির ডানায় উড়ে বেড়াবো সমগ্র আকাশ,
পৃথিবীর বুকে মিশে রয়েছে সহস্র দীর্ঘশ্বাস l
নির্ঘুম চোখে ছুটে আসে দুরন্ত প্রজাপতি,
জ্যোৎস্নার মায়াবী রাতে স্বপ্নে বিভোর অনুভূতি l
হৃদয় নবীন, চঞ্চল, তারুণ্য সুন্দর, মুক্ত সম্পূর্ণ,
শিশুমনের কল্পনা শক্তি অবাস্তবে পরিপূর্ণ l
শিশু মনে জেগে ওঠে বারে বারে অবুঝ চিন্তন,
সময় স্রোতে সুপ্ত ইচ্ছে সকল করি বর্ণন l