পরিত্যক্ত নবজাতকটি একা সবুজ মাঠে শুয়ে
চেয়ে চেয়ে নীল কালো ধূসর মেঘ দেখে–
লক্ষ্য করে সদ্যোজাত কত উড়ন্ত মেঘ আকাশে লাফালাফি করছে।
খিলখিল করে হেসে শিশুটি বলে তোরা আমায় দেখছিস বুঝি!!
মেঘছানাদের সাথে আমাকে নিয়ে চল!
চিনিয়ে দে না কে আমার গর্ভধারিণী মাকে।
মেঘছানারা আমাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চল
খুঁজে দিবি পিতৃপরিচয় বংশ মর্যাদা!
সবুজ তৃণে অনুভূত হয় মাতৃক্রোড়
ওই শোন ধরিত্রী মা বলছে–
আমার বাছার নজর না লাগে
আয় চাঁদ আয় না আমার চাঁদের কপালে টিপ দিয়ে যা!
মেঘছানাদের কি হাত পা থাকে!
চারদিকে জটলা করে ঘিরে দাঁড়িয়ে আছে !
বুঝলাম উড়ন্ত মেঘ আমি ও তোমাদের মতো উড়ে এসেছি
আমার পরিচয় এইমাত্র পেলাম
আমি কোনো মায়ের অবাঞ্ছিত সন্তান!!