সংবাদ পড়ে হলাম হতবাক
ধরেছিল যে তার চুলে পাক
বার্ধক্য করেছিল তাকে গ্রাস
চিকিৎসাবিজ্ঞানে এল ত্রাস।
মৃত্যু হল তার বয়সের ভারে
অঙ্গ বিকল হলো মাত্র আট বছরে
সে ছিল ইউক্রেনের শিশুকন্যা
নাম ছিল জানি তার অ্যানা।
মাত্র সাড়ে সাত কেজি ছিল তার ওজন
বিশ্বের কনিষ্ঠতম মানুষ এই অ্যানা স্যাকাইডন
মেয়েকে বাঁচাতে চেষ্টায় ছিল মা ইভানা
অল্প বয়সেই এই প্রথম ঘটে মৃত্যুর ঘটনা।
হাচিনসন গিলফোর্ড প্রোজোরিয়া সিন্ড্রোমে আক্রান্ত
মেয়েটির হাড় স্বাভাবিক ভাবেই বাড় বাড়ন্ত
তবে সকল অঙ্গ দ্রুত বুড়িয়ে যায়
পক্ষাঘাত ধরে একে একে হাতে পায়।
এগারো মাসেই সে হাঁটতে পারতো ভালো
শুধু সে ভয় পেতো বাইরের আলো
এই ধরনের রোগীর মৃত্যু হয় স্ট্রোকে
আটেই প্রোজোরিয়ায় মৃত্যু আশির ডাকে।