বিষাদের চোখে আলোর উৎসব,
যেন অমানিশায় চাঁদের বৈভব।
বিষন্ন স্মৃতির অলীক অপূর্ণতায়
স্বপ্নের প্রতিবিম্ব নিস্তব্ধ ইশারায়।
অসতর্ক আলিঙ্গন অলীক শূন্যতায়,
ধূসর জীবনের স্পন্দন জায়গায়।
বেওয়ারিশ সন্ধ্যার কাক ভেজা বৃষ্টিতে,
জমিয়েছে আলাপন নীরব একাকিত্বে।
খেয়ালের ফাঁদে স্থবির জোছনারা কাঁদে,
বেদনার বন্যা জমা হতাশার খাদে।
সত্যের পরাজয় অহংকারী বিশ্বাসে,
স্বার্থের অবক্ষয় অবসাদের নিঃশ্বাসে।