যারা ধারা বর্ষ দিয়ে যায় ক্রমাগত
তাদের জীবনধারা প্রশ্নের মুখে
যারা বক্তব্য দিয়ে যায় আমাদের সুখে ও দুখে
তাদের কর্তব্যের গাফিলতি দেখা যায় সর্বত্র চোখে ও মুখে।
যারা পাড়াপড়শির সাংসারিক বিবাদ মেটাতে আসে
তারা নিজেরাই কত মানুষের সংসারে আগুন লাগিয়ে বসে আছে
যারা জনসমক্ষে চরিত্র গঠনের ডাক দেয়
সেইসব মানুষদের নিজেদেরই চরিত্রের ঠিক নেই
এই সমাজে যারা মানবতাবাদী বলে আজ পরিচিত
যাদের মুখে কেবল মহানুভবতা আর রাজনীতির নৈতিক বাণী শোনা যায়
তারা সকলেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে
আজকের সময়ে দাঁড়িয়ে যারা আদর্শের কথা বলে
তাদের আদর্শ কেবল অর্থ উপার্জন আর স্বার্থের আয়োজন।
আজকের দিনে দাঁড়িয়ে যারা রবীন্দ্রনাথের কথা বলে
তারা রবীন্দ্রনাথ পড়েনি
আজকের দিনে দাঁড়িয়ে যারা নজরুলের কথা বলে প্রশংসা কুড়ায়
তারা গভীরভাবে জানলে এই সময় দাঁড়িয়েও নজরুলকে মানতে পারবে না
যে সকল ছদ্মবেশ মহামানবেরা আজ স্বামী বিবেকানন্দের বাণী আওড়ায়
তারা আজও বিবেকানন্দের দেখানো পথে চলতে পারছে না
যারা আজ মানুষ গড়ার কথা বলছে
তারা কেউই মানুষ গড়ার কারিগর নয়
তারা সাধু সন্ন্যাসীদের আজ ভিখারি বলে চিহ্নিত করছে
সব তারা গুলো খসে পড়ছে
ধীরে ধীরে অবলুপ্তির পথে মানবতা ঝরে ঝরে পড়ছে।
আমি অত্যন্ত পুলকিত বোধ করছি যে এখানে আমার লেখাও প্রকাশিত হচ্ছে এবং হয়েছে।
আপনার মতো কবির সাথে যুক্ত হতে পেরে আমরা ধন্য