মুখোশের আড়াল ভেদ করে,
বেরিয়ে আসে অবরূদ্ধ অশ্রুকণা,
অস্তিত্বের সন্দিহান ভেজা অন্ধকারে,
ঝরে চলুক বৃষ্টি মুষলধারে-
ধুয়ে যাক সব ভেদাভেদের প্রাচীর…….
বুকের শূন্য উঠোনে মরুভূমি,
অহর্নিশ জ্বলে ধিকি ধিকি জ্বালা,
ধূসর বালির তপ্ততায় শরীর জুড়ে,
প্রত্যাশা গহীন শীতল জলের অবগাহন,
মন পড়ে থাকে নুপুরনিক্কনের অপেক্ষায়……..
একমুঠো বেলা ভাগ করে নিই,
সুখ দুখের সমানুপাতিক হারে,
আড়াল আবডালের খোলশ ছেড়ে
খুলে দাও অবরুদ্ধ মনের পাষান দ্বার……..