গভীর দৃষ্টির শেষে……
কোথাও একটু আলোর রেখা,অস্ফুট
স্বপ্নের অলীকসুখের কৌলিণ্যে ওঁত পেতে,
বুক উঁচিয়ে বেঁচে থাকা,আজন্ম
একটা উদ্দেশ্য….
লক্ষ্যের খুব কাছে থেকে,সত্যকে যাচাই করা
জীবনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে
নাক উঁচু মানসিকতায় সায় নেই,আর
যে পথ,
অগোছালো ভাবনায় নত হয়…..
বেহিসেবি ছন্দের অপরিণত চিন্তার অভিমুখে,
তার অগভীরছায়া,বেশ স্পষ্ট;
সময়ও হার মানে,লক্ষ্যহীন উদ্দেশ্যের অবধিতে
স্থিতধী মনের গভীরে স্বীকৃতি খোঁজে,
গবেষণার নিখুঁত শ্বেতপত্র…..
লেখা হয়,জীবনের অনিঃশেষ গন্তব্যের ঠিকানা।