মুগ্ধ হয়ে রূপরসে
পঞ্চ ইন্দ্রিয় পরবশে।
দিগ্বিদিকে প্রকৃতি হাসে
শুভ্র স্বচ্ছ মেঘ প্রকাশে।
বাতাসে শরতের আভাস রাজে,
ধবল কাশের গুচ্ছ সাজে।
পঞ্চ ইন্দ্রিয় হয় আবেগ প্রবণ
রূপে রসে আমোদিত মন।
বিমুগ্ধ হৃদি উতল হায়,
পঞ্চ ইন্দ্রিয় মায়ায় ছায়।
লাবণ্যময়ী প্রকৃতি পরে
উচাটন মন প্রিয়ার তরে।
মিলন পিয়াসে বাদল যেমন
অলকার পথে করে গমন।
অব্যক্ত চেতন দিশেহারা হায়
পঞ্চ ইন্দ্রিয়ের আবেগে ধায়।
রূপ রস গন্ধ মোহ মায়ায়
বিহবল মন মাতে ভালোবাসায়।
হারিয়ে প্রমের গহীন রসে
পঞ্চ ইন্দ্রিয়ের অবগাহন পরবশে।