একাকী বসে ভাবছি শুধুই
পারিনি ভুলতে তোমায়,
বাতাসের মৃদু স্পর্শে তখন
প্রেমটা ছিল অসহায়!
অপার্থিব যা কিছু আছে
সবুজ মনন ছায়ায়,
হৃদয়ের মেঘ অশ্রুবারি
এই গোধূলি বেলায়।
তোমার নামে গাথা ফুলে
পূজি যে শুধু তোমায়!
দূরে কোন অজানা মধুর সুরে
ভেসে আসে করুণ রাগিনী,
আমি অতি সাধারণ নারী
নই গো কোনো সন্মোহিনী।
তবু স্বচ্ছ শুদ্ধ মনন প্রাঙ্গণে
রেখেছি তোমারে সাজায়ে,
জীবন কায়া থাক দূরে দূরে
অনভূতি গভীরে যাক ছুঁয়ে।
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে
জীবন এগিয়ে চলে,
কেনো হায় পোড়ামন আমার
শুধুই তোমার কথা বলে!