সবুজ পাতার ঘোমটা ছায়া
মনমোহিনী ভোরের মায়া ,
ঝুমকো জবা তারই মাঝে
কী অপরূপ শোভায় রাজে।
মাঠে মাঠে রোদের খেলা
পাখপাখালির সুরের মেলা,
ব্যস্ত চাষি চাষের কাজে
ফলায় ফসল সকাল সাঁঝে।
ভরা নদীর স্রোতে চলে
তরি নিয়ে মাঝি দলে,
দখিন হাওয়া খুশিতে ধায়
ফুলের গন্ধ ভুবন মাতায়।
প্রকৃতির এই রূপের টানে
মন উড়ে যায় সুদূর পানে,
আকাশ নীলে মেঘের ভেলায়
অবাধে মন ঘুরে বেড়ায়।
আবার কখন বকের পাখায়
যায় হারিয়ে মেঘ সীমানায়,
খুশ আবেগে বেড়ায় ঘুরে
মোহিত মোহে নভ জুড়ে।