আকাশের নীলে সাদা মেঘ যত
পাল তুলে যায় ভেসে,
বর্ষার পরে স্নিগধ শীতল সোনালী শরৎ আসে।
কাশ বনে বনে হিল্লোল জাগে হিল্লোল জাগে প্রানে
আমোদিত হয় বাতাস এখন শিউলির সুঘ্রানে।
আকাশের বুকে রোদ্দুর যেন সোনালী ডানার চিল
হালকা হাওয়ার পরশে শিহরে শতদলে ভরা বিল।
শিউলি ডালায় সাজানো শরৎ প্রানরসে ভরপুর
আকাশে বাতাসে ভেসে আসে যেন ওই আগমনী সুর।
দোপাটি ফুলও পশরা সাজায় শরতের আগমনে
শ্যামলে অমলে অদ্ভুত নেশা দিন কাটে কার গানে!
ভ্রমরের দল হত বিহ্বল এখানে ওখানে ওড়ে
মধুভরা ফুল উন্মুখ হয়ে চেয়ে রয় তার তরে।
অপরাজিতাও এসে গেছে নীল ঘোমটায় মুখ ঢেকে,
শুভ্র বসনা কুন্দ্কলিকে নিয়েছে সে সাথে ডেকে।
শরতে প্রকৃতি অপরূপা হয়ে সেজে যায় অবিরাম,
কার অপেক্ষায় রয়েছো গো বালা বলবে কি তার নাম!