একটা জগদ্দল পাথর…..
গড়িয়ে পড়লো,তাজারক্তের স্রোতে
রক্তের হোলি,গলি থেকে রাজপথ….
লড়াইটা ক্রমশ তীব্র হতেহতে
অবশেষে মিলিয়ে গেলো,মৃত শহীদের আত্মায়।
সংগ্রামীচেতনার উন্মুক্ত কোলাহলে,
কেঁপে উঠলো ধরিত্রীর পবিত্রভূমি।
মুক্তি পেলো পরাধীনতার শৃঙ্খল…..
ক্লান্ত সময়।টানটান আবেগ।লাখোকণ্ঠের উল্লাস।
চারপাশ ঘিরে,স্বাধীনতার উন্মত্ত স্লোগান….
বেজে উঠলো,
ঔপনিবেশিক শাসনের শেষ ঘণ্টাধ্বনি
এবার দিনবদলের পালা….
উঠোন উপচেপড়া সৌভাগ্যের চূড়ায়,
অহংকারে দাপিয়ে বেড়ায়,
জনতার পায়ের ছান্দিক অভিমুখ…..
পথেঘাটে, নগরে-প্রান্তরে,
আট থেকে আশির বাঁধনছেঁড়া উচ্ছ্বাস।
দু’চোখ বেয়ে গড়িয়ে পড়লো,অগাধ স্বপ্ন!
ঘুমভাঙা ভোরের আলোয়,চোখ কচলে,
এ কেমন ঝাপসা আকাশ!
কোথায় স্বাধীনতা?কোথায় মুক্তির আনন্দ?
শোষকের অবসানে গজিয়ে ওঠে
শোষণের নতুন ফাঁদ….
জনতার স্বাধীনতা,
পঁচাত্তরের বার্ধক্যেও আটকে,একই তিমিরে….