আমার হাতে নেই ভুবনের ভার,
এই গরমে কালবৈশাখী নিদেন বৃষ্টির খুব দরকার।
ঘর থেকে রাজপথ
চারিদিকে রাজনৈতিক খেলা চলে,
মিথ্যাই বাঁচার শপথ।
দুর্বলরা চুপ, শক্তিমানেরা কথা বলে।
কাঁধে ঝোলা মুখে হাসি ভুবন ভোলা,
ঘুরি পথে প্রান্তরে,
মা হীন একাকী সংসার
টান নেই ফেরার ঘরে।
বিকিকিনির হাটেতে
যারা বিবেক ফেরি করে,
তারা জিততে চায় সবকিছুতে,
যুগ তাদের সাবাস সাবাস করে।
দু’হাতে তারা বাড়ায় সম্পদ
সমাজ হয় দূষিত বাড়ে বিপদ।
গিরগিটিদের বড় কদর সমাজে, সংসারে,
সব খেলাতেই তারা জেতে, অন্যরা হারে।
কালো দিন আলোকে ঢেকে দেয়,
খারাপের জয় ভগবানও মেনে নেয়।
জয় অন্ধকারের জয়
নইলে মরার ভয়।