ঋতু পরিবর্তন আরেক ঋতু চলে আসে
আসে নববীর বেশে নব বসন্ত
বসন্ত এলে নীল দিগন্তে খুশির আমেজ
আমেজ আসে ফুলের বর্ন বিচিত্র রূপে
রূপে পাগল হয়ে উড়ে আসে রঙ বেরঙের প্রজাপতি
প্রজাপতি বলে ওঠে ওরে বনে বনে এসেছে ফাগুন
ফাগুন যায় চলে পলাশ কেবলই কাঁদে
কাঁদে না শুধু গাছে গাছে আম্রমুকুল
আম্রমুকুল বনে মৌমাছিদের গুঞ্জন চলে
চলে যায় বসন্ত পৃথিবীর মাটির পাত্র
কানায় কানায় হয় পূর্ণ
পূর্ণ করে আবির্ভূত হয় আরেক নতুন ঋতু