গ্রহান্তরে দীপ্যমান আলো ধীরে ধীরে মুছে যায়,
অন্তহীন হৃদয় আকাশে গ্রহণ লাগে,আমাদের ছায়া
শীর্ণ থেকে আরও শীর্ণ, ক্লান্ত চোখের ভিতর হারায়।
নায়েগ্রা প্রপাতের ধোঁয়াশা-জল ধুয়ে দেয় সব রং
বিবর্ণ এখন ক্ষয়ীষ্ণু রংধনু, রোদের পৃষ্ঠা পুড়ে যায়
দিগন্ত জুড়ে শূন্য শুধু।
হাত রাখি লাভা স্রোতের মতো আবেগভস্ম ছাইয়ে,
অনুচ্চস্বরে ঠোঁট ভাঙা বাক্যরা ধসে পড়ে,
তোমার সীমাহীন স্তব্ধতায় হিসেবি অনুচ্ছেদ…
বেহিসেবি থামি শুধুই থামি!
কূল ভাসা অঝোর শ্রাবণ তবুও
রুক্ষ বালুময় তটরেখা শুষ্ক হয়ে ওঠে।