শংসাপত্র ভেসে যাক বানভাসি প্লাবনে,
অন্তরের খোলা জানালায় উঁকি দেয় নির্মল আকাশ,
মানুষের মধ্যেই বাস করে মনুষ্যত্ব,
অন্তঃস্থ সত্ত্বা জুড়ে থাকে বিশ্বাসের মজবুত ভিত,
সংস্কারের বীজমন্ত্রে সাজানো নৈবেদ্য শিরায় শিরায়,
গৃহকোণ থেকে উত্থিত হয় বিবেকের আচরণ বিধি।
দর্পণে ফুটে উঠে অবয়বের মিথ্যে কায়া,
অহং ঈর্ষা ঔদ্ধত্যের নির্লজ্জ খোলস পড়ে থাকে অবহেলায়,
প্রকট শুধুই আলঙ্কারিক ব্যতিব্যস্ততার অঙ্গসজ্জা,
স্বার্থের অনুকূলে দুর্বিনীত ঘুর্ণিঝড়ে উড়ে যায় কৃত্রিম বল্কল।
স্নিগ্ধ শোভন রোদ্দুর নেমে আসুক চেতনার উঠোনে,
মানবিক মূল্যবোধের মহামন্ত্রে সেজে উঠবে চরাচর,
মুখ নিঃসৃত সংযত মধুর বাকধারায় ভরে যাক হৃদয়ের দেবায়ন,
বিচ্ছুরিত হবে শিষ্টাচার নমনীয়তার মোড়া সুসংহত সমাজ।