বিপন্ন বরফের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি
ভিড়ে ভিড় ভিড়াক্কার , নির্বিকার ।
স্থলপথ -জলপথ -বায়ুপথ হেঁটমুন্ডু , সিঁড়ি ।
সাতে নেই পাঁচে নেই সুখ -কাতুরে
সরীসৃপ শীতলতার শেকড় ফুঁড়ে
অকৃত্রিম আগুনের জন্ম হচ্ছে , স্বপ্ন ।
সংবাদের শিরোনাম স্বপ্ন -সমনের
দায়িত্ব নিতে রাজি নয় , বানিজ্য ।
অগত্যা , গেস্টাপো গ্রহণের ফাঁক গলে’
সামাজিক মাধ্যমের তাওয়ায় ফুটতে ফুটতে
স্বপ্নদৃশ্য চাপা পড়ে মুহুর্মুহু
অশ্লীল পৃষ্ঠা পাথরে , ফুর্তি ।
নিরামিষ ঘাসের হাড্ডি চিবোতে চিবোতে
আমরা বেশ দাপুটে সহিংস এবং
অনৈক্যের পত্ পত্ একক মানচিত্র
হয়ে উঠছি , ছিঃ !