অনেক বলার থাকে
রোদ বৃষ্টি অপরাহ্ণের আলোর পাশে
ছড়ানো মন্থরতা
আনত-জ্যোৎস্নায়
আশ্চর্য বৈভবের মতো উদাস
দূর-উদ্ভাসিত পরিচয়
অজানার প্রান্তসীমায়
পথ হারানোর অঝোর ব্যাকুলতা
মগ্ন-আকাশের অচঞ্চল সঞ্চারে
সরল শব্দবিন্যাস
হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় পথের ঘনিষ্ঠতা
এইসব অনন্ত-কথা কখন আড়াল হয়
স্তব্ধ দৃষ্টিহীন বসে থাকার মতো
সময় চলে যায়, কিছু বলা হয় না।