অপেক্ষিত সাঁঝ বেলা, সারাদিন স্বপ্ন বুনি আমি
দুধ সাগরে হাজার পদ্ম যখন তোমায় দেখি
ঝাড়বাতি রোশনচৌকি সুরের আলো ঝলমলে মস্ত আঙ্গিনা
বকুল তুলেছি গোধূলির শেষ রক্তিম আবেশের উন্মাদনা
যত্নে গড়ি গোড়ের মালা পরাবো তোমার গলে।
প্রেম সাগরে উত্তাল ঢেউ হাজার প্রেমিক নত
পারবে আমায় চিনতে প্রভু দূরত্ব যোজন শত!