জামাই বিবির ঝগড়াঝাঁটি আড়ি
বিবি চলে রেগে বাপের বাড়ি,
জামাই তখন উপায় নাহি দেখে
দেয় যে বাঁধা কতই দিব্যি রেখে।
মান অভিমান বেজায় তাদের মাঝে
বিরহ সাথ প্রেমের পরশ রাজে,
পরস্পরে অনুরাগে ভরে
করে যাপন সারা জীবন ধরে।
জামাই বিবির ঝগড়াঝাঁটি আড়ি
বিবি চলে রেগে বাপের বাড়ি,
জামাই তখন উপায় নাহি দেখে
দেয় যে বাঁধা কতই দিব্যি রেখে।
মান অভিমান বেজায় তাদের মাঝে
বিরহ সাথ প্রেমের পরশ রাজে,
পরস্পরে অনুরাগে ভরে
করে যাপন সারা জীবন ধরে।