যদি মরন হয় গো তোমার আগে,
হৃদয়ে লুকিয়ে রেখো সোহাগে।
গভীর যতনে গহীন অনুরাগে অনুভবে,
রেখো প্রিয় মোরে গোপনে নীরবে।
মন তিতলি রঙিন পাখা মেলে,
ঘুরবে তোমার হৃদে অবহেলে।
তোমার পরশ সোহাগ পেয়ে গায়,
পাবে প্রশান্তি রবে অবলীলায়।
মনের দুয়ারে স্মৃতিগুলি নিয়ে,
থাকবে যখন একাকী তব হিয়ে।
দেখবে আমি হৃদি সায়র মাঝে,
কাটছি সাঁতার সকাল সাঁঝে।
চিরদিন কেউ বেঁচে নাহি রবে,
নিয়তির বিধানে বাঁচা মরা ভবে।
মায়ার পৃথিবীতে ছায়া হয়ে পাশে,
থাকবো তোমার হৃদি অন্তর বাসে।
প্রিয় তুমি মোর পরম প্রিয় ধন,
পারবো না থাকতে তোমার বিহন।
পরপারে গেলেও কাঁদবে অন্তর,
বাঁধা যে সাতপাকে জন্ম জন্মান্তর।