অনুপাত আর অনুমান এক বিছানায় শুয়ে আছে
একাগ্রতার সাক্ষাৎ দেয় ব্যাঘাত ক্রমশ
আমি নতুন প্রভাতের অপেক্ষায় দীর্ঘ বর্ষ নিরভাঙ্গা নীড়ে
আমি ছুটে চলি জোরে, ধীরে
জানিনা দেখা হবে কবে, কোন অনুপাতের ভোরে
যাত্রার অনুমানের উন্মোচন হয়েছিল কিসের ঘোরে
জানা হয়নি সেই কারণ
জানা হয়নি তখন, আমি এসেছিলাম কিসের তরে
অভব্য আচরণের প্রখ্যাত ব্যক্তি—–
নিরর্থক শব্দের মত যেন মূল্যের অতীত
অসহায় নাগরিকের নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে দেখা চারি দিক
পাপী দেবতার বেশে সহসা এসে হয় তবু সততার প্রতীক।