(১)
বিশ্বাস করতে ইচ্ছে হয়
এক মুখ কালো এক
অভিমানী মেঘ।
ছিন্নভিন্ন নয়।
বিশ্বাস আছে অতল জলে,
চকচকে বালি
সিলিকাতে,
কমলা হলদে মাছ।
নয়, বিবরে গরল — সাপ।
বিশ্বাস রয় নিঃস্বার্থে,
প্রত্যাশাহীন পরশ।
তবু যদি নিরুত্তর,
অবিশ্বাস নয়।
ঘৃণার কর্দম
নগ্নে , রেখো না আমায়।
( ২)
একদিন প্রস্তরও ক্ষয়ে যাবে ,
যাবে, শাল পিয়াল কাঁটাগুল্ম ।
রামধনু রঙ ফরিং প্রজাপতি—–
শালপ্রাংশু দেহ,
নমনীয় নারী।
নিখিল নীতি—–
চলে যাবে সূর্য গ্রহ নক্ষত্র আর ঐ চাঁদ
কে নেবে মনের ভার?
দোলনচাঁপার পেলব দোলের
অ-জরা অনুরণন …..
সে যে বস্তু নয়, ছাঁচ—
জীবন নির্যাস কারিগর ।